গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তারা জানিয়েছে, ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার শর্তে গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা সম্ভব। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। তবে, বিনিময়ে ইসরাইলকে গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তারা হামাসকে নিরস্ত্র করতে চায় এবং গাজায় তাদের কোনো উপস্থিতি রাখতে চায় না। হামাসের মুখপাত্র এই দাবির বিরোধিতা করে বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেয়া একটি মনস্তাত্ত্বিক কৌশল।
যুদ্ধবিরতির স্থায়ী রূপ পেলে গাজার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে, তবে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংকের মতে, পুনর্গঠনে প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। গবেষকদের মতে, পরবর্তী ১০ বছরে এই পুনর্গঠনে ৫৩.২ বিলিয়ন ডলার খরচ হবে।