ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি চান চলতি বছরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটুক। তার মতে, কিয়েভের পশ্চিমা সহযোগীদের কাছ থেকে একপ্রকার নির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি সম্ভব হবে।
মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, “কেউ আমাদের পেছনে রেখে ইউক্রেনের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনের কিয়েভের আমন্ত্রণ না পাওয়ার ঘটনায় মন্তব্য করেছেন। তিনি বলেন, “ইউক্রেন তিন বছর সময় পেয়েছিল, যদি তারা চায়, তবে এই যুদ্ধ খুব আগেই শেষ হতে পারত।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত খনিজ সম্পদ ভাগাভাগির ব্যাপারেও কথা বলেছেন। তিনি জানান, এই প্রস্তাবের মধ্যে ইউক্রেনের ভূগর্ভস্থ খনিজ সম্পদের ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রকে দেওয়ার কথা বলা হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে, জেলেনস্কি আরও জানান যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলাকালে তার নেতৃত্ব বদলানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না।