নারীদের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে। কলকাতার এক তরুণী অফিস শেষে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন।
বুধবার সন্ধ্যায়, অফিসের কাজ শেষ করে বিধাননগর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেনে উঠেছিলেন ওই তরুণী। দমদম স্টেশনে নামার সময় এক পুলিশকর্মী তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী তরুণী জানান, তিনি আপত্তি জানালেও অভিযুক্ত ব্যক্তি বিরত থাকেননি। দমদমে নেমে তিনি চিৎকার শুরু করলে আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন এবং অভিযুক্তকে ধরে জিআরপি থানায় নিয়ে যান। পরে ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।