পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে, যেখানে অন্তত কোটি টাকার বই পুড়ে গেছে।
প্রকাশনীর জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে এবং তারা সকাল ৫টার দিকে খবর পান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অবশেষে সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই অগ্নিকাণ্ডে প্রকাশনীর প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।