চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে, অনেক ক্রিকেটপ্রেমীই হয়তো কিছু তথ্য শুনে অবাক হবেন। কে এই আসরে সবচেয়ে বেশি রান করেছেন? কে সবচেয়ে বেশি ডাক মেরেছেন? কে ফিল্ডিংয়ে সেরা? এমন কিছু তথ্য আছে, যা হয়তো অনেকেরই জানা নেই।
৮ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশও। ২০১৭ সালের আসরে সেমিফাইনাল খেলা দলটি এবার প্রস্তুতি ও ফর্মের বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে আগামীকাল। তার আগে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি রেকর্ড ঘেঁটে দেখা যাক চমকপ্রদ কিছু পরিসংখ্যান।
বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল, এরপর আছেন সাকিব আল হাসান। তবে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক শাহরিয়ার নাফিস। ২০০৬ সালে মাত্র ৩ ইনিংসে ১৬৬ রান করে গড় তুলেছিলেন ৮৩, যা এখনও কোনো বাংলাদেশি ব্যাটারের পক্ষে অতিক্রম করা সম্ভব হয়নি।
অন্যদিকে, সবচেয়ে বেশি ডাকের রেকর্ড হাবিবুল বাশারের। ৫ ইনিংসে ৩ বার ডাক মেরে তিনি অনাকাঙ্ক্ষিত এই তালিকায় সবার শীর্ষে।
বোলিংয়ে সর্বোচ্চ উইকেটশিকারী মোহাম্মদ রফিক হলেও, সেরা বোলিং ফিগারের মালিক মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুলও এই টুর্নামেন্টে ৩ উইকেট নিয়েছেন, তবে তাদের গড় ছিল তুলনামূলক বেশি।
অবাক করা বিষয় হলো, ফিল্ডিংয়ে সবচেয়ে সফল ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪টি ক্যাচ নিয়েছেন, যা উইকেটরক্ষক মুশফিকুর রহিমের থেকেও বেশি! আর সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড রয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের দখলে।
এছাড়া, আশরাফুলের বোলিং গড়ও চমকে দেওয়ার মতো। পার্টটাইম বোলার হয়েও তিনি ৮.৬৬ গড়ে ৩ উইকেট নিয়েছেন, যা বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ বোলিং গড়ের রেকর্ড।
বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরিটি এসেছিল শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে তিনি বাউন্ডারি থেকে ৭৪ রান তুলেছিলেন, যা এখনো বাংলাদেশের কোনো ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি থেকে করা রান।
এমনই কিছু বিস্ময়কর রেকর্ড নিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন অধ্যায়। এবার নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি বাংলাদেশ? অপেক্ষায় থাকল ক্রিকেটপ্রেমীরা।