বাংলাদেশের অ্যাথলেটিকসে ৪০০ মিটারের দৌড়ে অপ্রতিরোধ্য জহির রায়হান। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে তিনি স্বর্ণপদক জিতে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছেন। ৪৭.৭২ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন পার করে তিনি এই ইভেন্টে টানা দশমবারের মতো চ্যাম্পিয়ন হলেন।
২০১৮ সাল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে কখনোই পরাজিত হননি এই শেরপুরের স্প্রিন্টার। ২০১৯ সালে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা তার ব্যক্তিগত সেরা টাইমিং এখনো অক্ষত রয়েছে। মঙ্গলবার তিনি শুধু ৪০০ মিটারেই নয়, ১০০ মিটার রিলেতেও স্বর্ণ জয় করেছেন।
এই ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন তারই সতীর্থ আবদুল মান্নান, যিনি দৌড় শেষ করেন ৪৮.৬২ সেকেন্ডে। আর ৪৯.১২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বিমান বাহিনীর মঈন উদ্দিন।
মেয়েদের ৪০০ মিটার দৌড়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নুসরাত জাহান রুনা, যিনি দৌড় শেষ করেছেন ৫৭.৭৩ সেকেন্ডে।
দ্বিতীয় দিনের শেষে পদক তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের ঝুলিতে রয়েছে ১৫টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৪টি তাম্র পদক। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, যাদের সংগ্রহ ১৩টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি তাম্র পদক।
বুধবার শেষ দিনে জহির রায়হান ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন, যেখানে তার দৌড় আরও একবার স্বর্ণের হাসি এনে দিতে পারে।