মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারাদেশে লাগাতার আন্দোলন চলবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘী মাঠে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ প্রতিবাদী। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।”
তিনি আরও বলেন, “সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা সরকারের ন্যায়সঙ্গত কাজের পক্ষে থাকবো, তবে অন্যায় কোনো সিদ্ধান্ত মেনে নেব না। ২০ ফেব্রুয়ারির মধ্যে আমাদের নেতাকে মুক্তি না দিলে সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। এতে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। পরে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ এই রায় বহাল রাখে। রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে আগামী ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।