চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে এসি মিলানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ফেইনুর্ড রটারডাম। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে নেদারল্যান্ডসের ক্লাবটি নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ডের টিকিট।
প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হওয়া মিলান ঘরের মাঠ সান সিরোতে শুরুতেই গোল করে সমতায় ফেরে। ম্যাচের প্রথম মিনিটেই সাবেক ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে গোল করেন সান্তিয়াগো গিমেনেজ, যদিও গোল উদযাপনে খুব বেশি উচ্ছ্বাস দেখাননি তিনি।
প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে মিলান। হোয়াও ফেলিক্সের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়, গোলরক্ষক টিমন ওয়েলেনরথারের দৃঢ়তায় রক্ষা পায় ফেইনুর্ড।
তবে ম্যাচের ৫১তম মিনিটে মিলানের থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলে পরিস্থিতি বদলে যায়। এক খেলোয়াড় কম নিয়ে খেলতে নামা মিলানকে চাপে ফেলে ৭৩তম মিনিটে ক্যারানজা দুর্দান্ত এক হেডে গোল করে সমতা ফেরান ফেইনুর্ডের পক্ষে।
শেষ মুহূর্তে মরিয়া হয়ে গোলের চেষ্টা চালায় মিলান, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে ব্যর্থ হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার পর উত্তেজনার রেশ ধরে রাখা যায়নি, যার ফলে ফেইনুর্ডের ডিফেন্ডার জিভাইরো রিডও লাল কার্ড দেখেন।
ইতিহাসের পুনরাবৃত্তি করেই যেন সান সিরোতে আবারও সাফল্যের স্বাদ পেল ফেইনুর্ড। এবার শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতে পারে ইন্টার মিলান অথবা আর্সেনাল, যা আগামী শুক্রবারের ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে।