বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, খুলনা ও কুয়েটের কিছু ব্যক্তি সংঘর্ষে জড়িয়ে দেশব্যাপী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে আড়াল করার চেষ্টা করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রাত জেগে সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করে দেখলাম, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দেশের উত্তরের জেলাগুলোতে চলমান আন্দোলনকে চাপা দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস লক্ষ্য করা গেছে। খুলনা ও কুয়েটের কিছু বিশৃঙ্খল ঘটনার প্রচারই যেন মুখ্য হয়ে উঠেছে, অথচ দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা আন্দোলনকে পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা উচিত। আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার বলে গণ্য হবে।”