দীর্ঘ ৫০৩ দিনের গোলখরা! অবশেষে সেই বন্ধ্যাত্ব কাটিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠালেন নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে শনিবার আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
শেষবার নেইমার গোলের স্বাদ পেয়েছিলেন ২০২৩ সালের ৩ অক্টোবর, ইরানি ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে। এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও পেশাদার ফুটবলে তার নামের পাশে কোনো গোল যোগ হয়নি। তবে সান্তোসে ফিরে এসে সেই হতাশা কাটিয়ে দিলেন তিনি।
১৪তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন নেইমার, যা তার ফেরার পর প্রথম গোল। শুধু গোল করাই নয়, এদিন দলের হয়ে একটি অ্যাসিস্টও যোগ করেন তিনি। প্রথমার্ধেই থাসিয়ানোকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল, আর ৭০ মিনিটে গুইলেমেকে দিয়ে করান তৃতীয় গোল।
যদিও এখনও পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি নেইমার। ইনজুরি আর ফিটনেসের কারণে এখনো সাবেক গতিতে ফেরেননি। তবে শনিবারের পারফরম্যান্স ছিল স্বস্তিদায়ক।
গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফেরার পর সৌদি ক্লাব আল-হিলাল ছাড়েন নেইমার। এরপর ইউরোপ ছেড়ে ১২ বছর পর ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে, যেখানে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ২২৫ ম্যাচে ১৩৮ গোল করেছিলেন তিনি।
এই গোল কি নেইমারের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে? সেটা সময়ই বলে দেবে, তবে ৫০৩ দিনের অপেক্ষার অবসান যে নেইমারের জন্য বড় স্বস্তির, তা বলাই যায়!