মিশরের ফুটবল ইতিহাসে নতুন তারকার আগমন ঘটেছে—ওমর খালেদ মোহাম্মদ আবদ এলসালা মারমোশ। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।
সিটিতে যোগ দেওয়ার পর থেকে বেশ কিছুদিন বেঞ্চে ছিলেন ওমর মারমোশ। অবশেষে নিউক্যাসলের মাঠে গার্দিওলা তাকে একাদশে সুযোগ দেন, আর সেটাই যেন ইতিহাস হয়ে গেল। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি।
ম্যাচের ১৯তম মিনিটে এডারসনের লম্বা পাস ভুল বুঝে নিউক্যাসলের ডিফেন্ডার কিয়েরান ত্রিপিয়ার বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ কাজে লাগান মারমোশ। এক নিখুঁত লব শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এরপর ২৪তম মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিশরীয় ফরোয়ার্ড। ৩৩তম মিনিটে সাভিনহোর পাস পেয়ে ইতিহাস গড়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
ম্যাচের ৮৪তম মিনিটে হামেশ ম্যাকাতির গোলে আরও একবার জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করে ম্যানসিটি।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে, ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। নিউক্যাসল ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেছে সপ্তম স্থানে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মারমোশ বলেন, “অবিশ্বাস্য এক মুহূর্ত কাটালাম। দারুণ এক ম্যাচ ছিল, তিন পয়েন্ট পেয়েছি—এটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রথম মিনিট থেকেই আমরা জয়ের জন্য খেলেছি, আর সেটাই পেয়েছি।”
মিশরীয় ফুটবল ভক্তরা নিশ্চয়ই আশায় বুক বাঁধছেন, মোহাম্মদ সালাহর পর তাদের ফুটবলে আরেকজন বিশ্বমানের তারকা উঠে এলেন!