জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুমিনুল হক এখনো প্রিমিয়ার লিগে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। ঢাকার শীর্ষস্থানীয় ক্লাব ক্রিকেটে তাদের দল না পাওয়াকে ঘিরে ক্রিকেট মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটনের প্রিমিয়ার লিগেও অনিশ্চিত থাকা বেশ চমকপ্রদ ব্যাপার।
সূত্র জানাচ্ছে, মুমিনুল হকের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের আলোচনা চলছে, এবং তিনি শিগগিরই তাদের হয়ে খেলতে পারেন। তবে লিটনের ক্ষেত্রে এখনো কোনো ক্লাব আনুষ্ঠানিক আগ্রহ দেখায়নি। পারিশ্রমিক বেশি হওয়ায় অনেক দল তাকে নিতে চাইছে না বলে জানা গেছে।
গত আসরে আবাহনীর হয়ে খেলা লিটনকে এবারও দলে নেওয়ার সম্ভাবনা ছিল, তবে আবাহনীর কোচ হান্নান সরকার নিশ্চিত করেছেন যে লিটন তাদের পরিকল্পনায় নেই। কোচ বলেন, “লিটনের পারিশ্রমিকের চাহিদা অনেক বেশি, যা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়।”
এদিকে, লিটন ও মুমিনুল বর্তমানে বেঙ্গল টাইগার্স দলের হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত এই ক্যাম্প ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শুধু লিটন-মুমিনুল নয়, জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদও এখনো কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। তাকেও দলে নেওয়ার জন্য রূপগঞ্জের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়, যেমন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান ও নাইম হাসানও এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। তবে লিটন-মুমিনুলের দল না পাওয়াটা দেশের ক্রিকেটের জন্যই এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।