বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান এবার জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ৪৮তম আসরে তার অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট গত প্যারিস অলিম্পিকে ইনজুরি নিয়েই দৌড়ানোয় বিতর্কের জন্ম দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুর চাপে তিনি ট্র্যাকে নামতে বাধ্য হয়েছিলেন।
রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় চ্যাম্পিয়নশিপে ইমরানুরের না থাকার বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, “জাতীয় চ্যাম্পিয়নশিপ যারা ভালো করবেন, তাদের মধ্য থেকেই পরবর্তী আন্তর্জাতিক আসরের জন্য দল গঠন করা হবে। তাই ইমরান অংশ না নিলে আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারাতে পারেন।”
এদিকে, সেনাবাহিনীর হয়ে চারবার দ্রুততম মানব খেতাব জয়ী ইমরানুর এবার নৌবাহিনীর হয়ে নিবন্ধন করেছেন। তবে রবিবার রাত পর্যন্ত তিনি ঢাকায় এসে পৌঁছাননি, যার ফলে এবারের আসরে তাকে দেখা যাবে না।
ইমরানুরের অনুপস্থিতিতে এবার দ্রুততম মানব কে হবেন, সেটি নিয়ে ক্রীড়ামহলে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে, সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও অন্যান্য প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনেই সোমবার অনুষ্ঠিত হবে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের মূল ইভেন্ট। নারী ও পুরুষ মিলিয়ে প্রতিযোগিতায় মোট ৪০টি স্বর্ণপদকের জন্য লড়বেন অ্যাথলেটরা।