দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—কখনো তার সিনেমা, কখনোবা ব্যক্তিগত জীবনের কারণে। এবারও ব্যতিক্রম হয়নি। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত এক চলচ্চিত্র প্রচারণা ইভেন্টে দেওয়া মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
‘ছাবা’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে রাশমিকা বলেন, “আমি তো আদতে হায়দরাবাদের মেয়ে। কোনো সাহায্য ছাড়াই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছি এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।” তার এই মন্তব্যের পরপরই হলভর্তি দর্শক করতালি দিয়ে তাকে সমর্থন জানায়।
কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি কন্নড় ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “সিনেমার ক্যারিয়ারের জন্য নিজের জন্মস্থানই বদলে ফেললেন?” আরেকজনের মন্তব্য, “স্বার্থপর হলে মানুষ এমনটাই করে—সাফল্যের জন্য নিজের শেকড়ই অস্বীকার করে!”
এ নিয়ে রাশমিকা কোনো মন্তব্য না করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার।