বাংলাদেশের বডিবিল্ডিং জগতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কোটি টাকার টুর্নামেন্ট। আগামী ২৫-২৭ মে অনুষ্ঠিত হবে ‘বিডি মাসেল শো’ নামের এই প্রতিযোগিতা, যেখানে প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে প্রায় এক কোটি টাকা। পুরো আয়োজনের বাজেট ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা, যা দেশের বডিবিল্ডিং ইতিহাসে সবচেয়ে বড় অর্থের টুর্নামেন্ট।
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন নয়, এই প্রতিযোগিতার আয়োজন করছে ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশ। আয়োজকদের একজন, নুরুল ইসলাম খান নাঈম, জানিয়েছেন, “বিডি মাসেল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। এটি দেশের ফিটনেস জগতে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শরীরগঠন খেলোয়াড়দের জায়গা করে দিতে সাহায্য করবে।”
টুর্নামেন্টে বিভিন্ন সংস্থা, ক্লাব ও বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশ বডিবিল্ডার অংশ নেবেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে— মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। এতে মোট ১২টি ইভেন্ট থাকবে, যার মধ্যে রয়েছে— বডিবিল্ডিংয়ের ৭টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি ক্যাটাগরি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন ক্যাটাগরি এবং ডেনিম জিন্সে একটি ওপেন ইভেন্ট। প্রতিটি বিভাগের সেরা প্রতিযোগী পাবেন ওভারঅল চ্যাম্পিয়নের খেতাব।
বাংলাদেশে শরীরগঠনের খেলোয়াড়রা সাধারণত বছরজুড়ে খুব বেশি প্রতিযোগিতার সুযোগ পান না এবং ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে আর্থিক পুরস্কারও কম থাকে। ফলে, এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলে খেলোয়াড়দের জন্য এটি বড় একটি সুযোগ হয়ে উঠবে।