আট বছর পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সেই সঙ্গে ফিরছে বাংলাদেশ দলও। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেওয়ার পর এই প্রতিযোগিতায় নিজেদের জায়গা নিশ্চিত করে টাইগাররা। যদিও সাম্প্রতিক ওয়ানডে ফর্ম খুব একটা স্বস্তিদায়ক নয়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ দল অবস্থান করছে দুবাইয়ে। যেখানে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে হবে শক্তিশালী ভারতকে। মূল আসরের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচ থেকেই উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার পরিকল্পনা করছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
দুবাইয়ে পৌঁছানোর পর দলের প্রথম দিনের অনুশীলন নিয়ে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তানজিম বলেন, “আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি, পরদিন বিশ্রাম নিয়েছি। এতে ভালোভাবে রিকভার করতে পেরেছি। আজ অনুশীলনের পর শরীর আরও ফ্রেশ লাগছে।”
প্রস্তুতি ম্যাচের গুরুত্ব নিয়ে তিনি আরও যোগ করেন, “প্রস্তুতি ম্যাচ থেকে আমরা আসল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। এখানে উইকেট কেমন আচরণ করছে, কোন ধরনের বল বেশি কার্যকর, কোন লেন্থ ব্যাটারদের সমস্যায় ফেলে—এসব বোঝার চেষ্টা করবো।”
প্রথম দিনের অনুশীলন সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানিয়ে তানজিম বলেন, “আমাদের সেশন খুব ভালো কেটেছে। প্রথমে জিম করেছি, এরপর নেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন গেছে এবং বেশ আত্মবিশ্বাসী অনুভব করছি।”
চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। আর তারই অংশ হিসেবে প্রতিটি প্রস্তুতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা।