ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ দ্বিতীয়বার মা হতে চলেছেন, সম্প্রতি তিনি নিজেই সুখবরটি দিয়েছেন। ২০২৩ সালে বিয়ের পর তার প্রথম সন্তান, পুত্রসন্তান, জন্ম নেয়। এরপর ২০২৫ সালের শুরুতেই ইলিয়ানা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যায়। এক ছবিতে প্রেগন্যান্সি কিট হাতে পোস্ট করেই তিনি এ খবরের আভাস দেন। তবে তখন তিনি স্পষ্টভাবে কিছু জানাননি। পরে, শুক্রবার রাতে চিপসের প্যাকেট নিয়ে পোস্ট করে তিনি নিশ্চিত করেন, তিনি আবারও মা হতে যাচ্ছেন।
প্রথমবার মা হওয়ার পর নানা বিতর্কে পড়েছিলেন ইলিয়ানা, কিন্তু এখন তিনি সুখী মায়ের জীবন উপভোগ করছেন। ২০২৩ সালে মাইকেল ডোলানকে বিয়ে করার পর তার জীবনে নতুন অতিথির আগমন ঘটে, যা পুরো পরিবারের জন্য এক নতুন আনন্দের মুহূর্ত।