নিউক্যাসল ইউনাইটেডের মাঠে গতকাল রাতে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিলেন ম্যানসিটির নতুন মিশরীয় তারকা, ওমর খালেদ মোহাম্মদ আবদ এলসালা মারমোশ। জানুয়ারিতেই সিটিতে যোগ দেওয়া এই ফুটবলার মাত্র ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে দলের ৪-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেছেন।
এই ম্যাচে মারমোশের প্রথম গোলটি আসে ১৯তম মিনিটে, যখন তিনি গোলরক্ষক এডারসনের পাস থেকে বল পেয়ে নিউক্যাসলের জালে বল পাঠান। পাঁচ মিনিট পরই দ্বিতীয় গোলটি আসে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে। ৩৩তম মিনিটে সাভিনহোর পাস থেকে মারমোশ তার তৃতীয় গোলটি করে ইতিহাস তৈরি করেন।
শেষ গোলটি আসে হামেশ ম্যাকাতির কাছ থেকে, যিনি ৮৪ মিনিটে দলের ৪র্থ গোলটি করেন।
এছাড়া মারমোশের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানসিটি প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে, তাদের পয়েন্ট এখন ৪৪। লিভারপুল এখনও শীর্ষে রয়েছে ৫৭ পয়েন্ট নিয়ে।
মারমোশ বলেছেন, “এটি সত্যিই একটি অসাধারণ দিন। আমরা প্রথম মিনিট থেকেই চেষ্টা করেছি এবং তিন পয়েন্ট পেয়েছি, যা দারুণ অনুভূতি।”