লেস্টারের মাঠে আর্সেনাল যে শিরোপার দৌড়ে টিকে থাকবে, তা নিশ্চিত হয়নি ম্যাচের বেশিরভাগ সময়। ৮০ মিনিট পর্যন্ত গানারদের সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন, মনে হচ্ছিল তারা আবারও পয়েন্ট হারাবে। কিন্তু ৮১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো আর্সেনালের দুঃখ কাটিয়ে দেন।
কেবল ৬ মিনিটের ব্যবধানে তিনি দুটি গোল করে আর্সেনালের ০-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন। রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে ৬৯ মিনিটে মাঠে নামা মেরিনো প্রথম গোলটি করেন ৮১ মিনিটে। ৮৭ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস থেকে তার দ্বিতীয় গোলটি আসে।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে রয়ে গেছে। শীর্ষে থাকা লিভারপুলের ৫৭ পয়েন্ট। লেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে, যেখানে তারা অবনমনের মুখে।
এদিন আর্সেনালের জয় নিশ্চিত হলো মেরিনোর অবিশ্বাস্য পারফরম্যান্সে, যা শিরোপার দৌড়ে তাদের আশা আরও জোরালো করে তুলেছে।