কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে হোছাইনগীর ও তার ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে হাছানগীরের ছেলে মোহাম্মদ ফোরকান ওরফে কালু (১৯) চাচার ওপর ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে দোকানে গিয়ে তার বুকে তিনবার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হোছাইনগীরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্ত ফোরকান পলাতক রয়েছে।