দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘ ১৩ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার উন্নতি হলে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।
তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীন এখন সুস্থ হলেও চিকিৎসকের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। ফুসফুসে পানি জমাসহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন তিনি।
ফরিদা পারভীন লালনসংগীতে বিশেষ অবদান রাখার জন্য একুশে পদকসহ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। শিশুদের লালনসংগীত শেখানোর লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অচিন পাখি স্কুল’।