আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দাপুটে জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত। ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৪.২ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় জস বাটলারের দল, ফলে ১৪২ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত, এর আগে টি-টোয়েন্টি সিরিজেও তারা ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল।
ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে। ওপেনিংয়ে ফিল সল্ট ও বেন ডাকেট ৬০ রানের জুটি গড়েন। তবে বেন ডাকেট ২২ বলে ৩৪ রান করে ফিরে গেলে ছন্দপতন ঘটে। এরপর ফিল সল্ট ২৩ রান, টম ব্যান্টন ৩৮, জো রুট ২৪, আর হ্যারি ব্রুক ১৯ রান করে আউট হন।
শেষ দিকে গাস অ্যাটকিনসনের ১৯ বলে ৩৮ রানের ইনিংস ইংল্যান্ডের স্কোর ২০০ পেরোনোর সুযোগ করে দেয়। তবে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ৩৪.২ ওভারেই ২১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ভারতের হয়ে আর্শদিপ সিং, হার্সিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন, আর ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫৬ রান সংগ্রহ করে ভারত। শুভমান গিল করেন দুর্দান্ত এক সেঞ্চুরি (১১২ রান), স্রেয়াশ আয়ার করেন ৭৮, বিরাট কোহলি ৫২ ও লোকেশ রাহুল ৪০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ একাই ৪টি উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে দারুণ ছন্দে থাকা ভারত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো এবং নিজেদের আধিপত্য আরও দৃঢ় করলো।