বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৭ জন নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে। দীর্ঘ আলোচনার পর সোমবার দিনভর নাটকীয়তার মধ্য দিয়ে এই চুক্তি চূড়ান্ত করা হয়। তবে চুক্তিবদ্ধদের তালিকায় জায়গা হয়নি বিদ্রোহী ১৮ ফুটবলারের।
বাফুফে ভবনের চতুর্থ তলায় থাকা ক্যাম্প থেকে একে একে ফুটবলারদের ডেকে দ্বিতীয় তলার সভাকক্ষে নিয়ে গিয়ে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক নারী ফুটবলার, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি।
এর আগে বাফুফে ঘোষণা দিয়েছিল যে তারা ৩৫ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করবে এবং অনুশীলনে না ফেরা বিদ্রোহী ১৮ জনকে বিবেচনায় আনা হবে না। তবে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে গত সাফ চ্যাম্পিয়নশিপ দলের ৭ জন ফুটবলার রয়েছেন।
বিভিন্ন ক্যাটাগরিতে চুক্তি
এই চুক্তির আওতায় নারী ফুটবলারদের ছয়টি ক্যাটাগরিতে বেতন নির্ধারণ করা হয়েছে। তারা প্রতি মাসে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে পাবেন। চুক্তি কার্যকর হবে ১৫ জানুয়ারি ২০২৫ থেকে, যেদিন ফুটবলাররা ক্যাম্পে যোগ দিয়েছেন।
বিদ্রোহী ১৮ ফুটবলার এখনো বাফুফে ভবনে অবস্থান করছেন। তাদের সামনে দিয়েই জুনিয়র ফুটবলাররা চুক্তিপত্রে স্বাক্ষর করে নিজেদের কক্ষে ফিরে গেছেন। এখন দেখার বিষয়, ভবিষ্যতে বিদ্রোহী ফুটবলারদের বিষয়ে বাফুফে কী সিদ্ধান্ত নেয়।