চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন আওয়ামী লীগ, ৩ জন যুবলীগ এবং ১ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে সাঈদ আহম্মেদ (ছাত্রলীগ), মো. শামসুজ্জামান (আওয়ামী লীগ), জামিরুল ইসলাম, রেজাউল করিম, হাসান আলী, রাশেদ মিয়া, মফিজুল ইসলাম, জামাল উদ্দিন, এবং সালাউদ্দিনের নাম উল্লেখযোগ্য। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস।