খুলনার সদর থানাধীন বুড়ো মৌলভীর দরগাহ মেইন রোডের একটি বাড়ি থেকে সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোহেল রানা শনিবার রাতে স্ত্রী শারমিনের সঙ্গে ছিলেন এবং রবিবার সকালে চিকিৎসার জন্য বের হন। পরে তার শয়নকক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়।
তার কপাল, হাত ও পায়ে ধারালো অস্ত্রের কাটা দাগ ছিল এবং রুমের বিভিন্ন স্থানে রক্তের ছাপ দেখা যায়। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
সোহেল দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন এবং অর্থনৈতিক বিরোধ নিয়ে বড় ভাই খোকনের সঙ্গে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। পুলিশ হত্যার কারণ তদন্ত করছে।
.