আয়ারল্যান্ডের বক্সার জন কুনি বক্সিং ম্যাচে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মৃত্যুবরণ করেছেন। ২৮ বছর বয়সী এই বক্সার শনিবার (৮ ফেব্রুয়ারি) তার ম্যানেজার মার্ক ডানলপ এর মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
গত সপ্তাহে বেলফাস্ট-এ অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচে নাথান হাওয়েল এর বিপক্ষে লড়াইয়ে হারার পর কুনির মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। ম্যাচটি নবম রাউন্ডের পর স্থগিত করা হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি।
২০২৩ সালে ডাবলিন-এ লিয়াম গায়নোরের বিপক্ষে জয়ের মাধ্যমে সেলটিক সুপার-ফেওয়েডার শিরোপা জয়ী কুনি, এক বছরের বিরতির পর আবারো রিংয়ে ফিরে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, বক্সিং রিংয়ে আবার ফিরে এসে মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু বরণ করতে হলো তাকে।