যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) নোমগামী একটি ছোট যাত্রীবাহী বিমান সমুদ্রের জমাট বাঁধা বরফের ওপর বিধ্বস্ত হলে এ প্রাণহানি ঘটে।
উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে ধ্বংসাবশেষ শনাক্ত করেন। কোস্টগার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি বরফের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, আরোহীদেরও খুঁজে পাওয়া গেছে। কঠিন আবহাওয়া ও জমে থাকা বরফের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
বিমানটি বেরিং এয়ারের সেসনা ক্যারাভান মডেলের ছিল, যাতে ৯ জন যাত্রী ও ১ জন পাইলট ছিলেন। উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক উচ্চতা ও গতি হ্রাসের পর বিমানটি বিধ্বস্ত হয়, তবে কারণ এখনো নিশ্চিত নয়।
এই দুর্ঘটনাকে আলাস্কার সাম্প্রতিক সময়ের ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করা হচ্ছে। ফেডারেল তদন্ত সংস্থা এনটিএসবি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নোম ও আশপাশের বাসিন্দারা নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন এবং একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।