আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে গ্রাহককে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ দিতে হবে, যা আগে ছিল ১৫ টাকা। তবে, প্রথম পাঁচটি লেনদেনে (প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ হাজার টাকা উত্তোলন) আগের মতো ১৫ টাকা চার্জ হবে। এর পরবর্তী সব লেনদেনের জন্য প্রতি লেনদেনে ৩০ টাকা চার্জ প্রদান করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এই নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় আরও বলা হয়েছে যে, অন্য ব্যাংকের এটিএম বুথে অবস্থা অনুসন্ধান বা ব্যাংক হিসাবের সংক্ষিপ্ত বিবরণী নিতে গ্রাহককে ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে এবং তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা চার্জ গুনতে হবে।
এছাড়া, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের জন্য লেনদেন প্রতি সর্বোচ্চ ১০ টাকা চার্জ লাগবে। এছাড়া, সরকারি পরিষেবা বা আয়কর পরিশোধের জন্য ২৫ হাজার টাকার নিচে লেনদেনের জন্য সর্বোচ্চ ২০ টাকা এবং তার উপরে ৫০ টাকা চার্জ আদায় করা যাবে।