বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা এক্সকাভেটর দিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এ ভাঙচুর রাত সোয়া ৯টার দিকে শেষ হয়।
এর আগে, আন্দোলনকারীরা জেলা শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন। সংগঠনের নেতারা জানান, আওয়ামী লীগের সব চিহ্ন মুছে ফেলে দেশকে “কলঙ্কমুক্ত” করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
গত ৪ আগস্টও আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আন্দোলনকারীরা দাবি করেছেন, প্রতিটি স্থানে “মুজিববাদের কবর” দেওয়া হবে।