ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। আদালত তার অব্যাহতির আবেদন নাকচ করে দেন।
সকাল সাড়ে ১০টায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন তাপসী তাবাসসুম। প্রথমে আদালতের ভেতরে বেঞ্চে বসে তিনি মোবাইল ফোন ব্যবহার ও গল্পে ব্যস্ত ছিলেন। পরে বেলা ১১টা ২৩ মিনিটে বিচারক আদালতে প্রবেশ করলে শুনানি শুরু হয়।
শুনানির জন্য তাপসী কাঠগড়ার সামনে এসে দাঁড়ান এবং ১৬ মিনিট সেখানে অবস্থান করেন। এরপর ১১টা ৪০ মিনিটে বিচারক মামলার বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দিলে তিনি মাথা নিচু করে আদালত ত্যাগ করেন।
এর আগে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন। ২৮ নভেম্বর আদালত তাপসীকে হাজির হতে সমন জারি করেন।
অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর তিনি শহীদ আবু সাঈদসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অবমাননাকর পোস্ট দেন, যা সংবিধানসম্মত সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনার পরদিন, ৬ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি ঘোষণা করে। পরবর্তীতে, ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।