ড. আলী রীয়াজ, সংবিধান সংস্কার কমিশনের প্রধান, সম্প্রতি জাপানভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ১৯৮৮ সালে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এটি বাতিল করার চেষ্টা হয়নি এবং বিপুলসংখ্যক মানুষ এ বিষয়ে সমর্থন জানিয়ে মতামত দিয়েছে।
ড. রীয়াজ জানান, কমিশন একটি পর্যালোচনা প্রক্রিয়া চালিয়ে ১২১টি দেশের সংবিধান পর্যবেক্ষণ করেছে এবং ১৯টি দেশে রাষ্ট্রধর্ম থাকার তথ্য পেয়েছে। তিনি বলেন, রাষ্ট্রধর্ম থাকা সত্ত্বেও রাষ্ট্র এবং ধর্মের সম্পর্ক আলাদা হতে পারে, যেমন যুক্তরাজ্য এবং ইরানের উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন।
এছাড়া, ড. রীয়াজ দাবি করেছেন, সংশোধিত সংবিধানে ধর্ম এবং রাষ্ট্রের সম্পর্ক আগের মতোই থাকবে, যেহেতু ধর্ম আইনগতভাবে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে চ্যালেঞ্জ করছে না।