শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়া এলাকা থেকে পুলিশ ছাত্র আন্দোলনে হামলাকারী জ্যোতিকে গ্রেপ্তার করেছে। সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কিছুদিন পুলিশের কনস্টেবল পদে চাকরি করেছেন। গত বছরের ৪ আগস্ট তিনি জেলা যুবলীগের কিছু কর্মীর সঙ্গে মিলে ছাত্র আন্দোলনের ওপর হামলা চালিয়েছিলেন।