চট্টগ্রামের আভিভা ফাইন্যান্সের বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার সহযোগীদের অব্যাহত নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক পাঁচ মাস আগে এস আলমকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিলেও, এখনো এস আলমের গৃহকর্মী ও গাড়িচালককে বেতন প্রদান করা হচ্ছে।
জানা গেছে, আভিভা ফাইন্যান্সে এস আলমের গৃহকর্মী কুলসুম আক্তার ও গাড়িচালক লালু মিয়ার মাসিক বেতন প্রদান করা হচ্ছে। কুলসুম আক্তার এস আলমের চট্টগ্রামের বাসায় কর্মরত এবং লালু মিয়া তার গাড়ির চালক। এক প্রতিবেদনে জানানো হয়, এই দুই কর্মীর বেতন অফিসের খাতায় লেখা হলেও তারা অফিসে আসেন না।
এছাড়া, আভিভা ফাইন্যান্সের বিভিন্ন আমানত হিসাব পরিবর্তন করে টাকা উত্তোলনেরও অভিযোগ রয়েছে। এই অর্থের বেশিরভাগই এস আলমের পকেটে গেছে বলে অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চট্টগ্রামের দুটি শাখা এবং প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে আভিভা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফিদুজ্জামান জানিয়েছেন, এস আলমের কর্মচারীদের বেতন দেওয়া এবং আমানতের হিসাব পাল্টে টাকা উত্তোলনের ঘটনা তার জানা নেই। তিনি জানান, প্রতিষ্ঠানটি ঋণ আদায় এবং গ্রাহকদের চাহিদামতো টাকা ফেরত দেওয়ার জন্য কাজ করছে।