প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়ের ফলে “নতুন বাংলাদেশ” গড়ার এক দৃঢ় প্রতিজ্ঞা উঠে এসেছে। তিনি জানান, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই অভ্যুত্থান এবারের অমর একুশে বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়। এই সাহসী তরুণদের আত্মত্যাগ পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি বলেন, এবারের বইমেলার মূল প্রতিপাদ্য “জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ”।
তিনি আরও বলেন, একুশের দিন আমাদের আত্মপরিচয়ের প্রতীক। একুশ আমাদের ঐক্যের শক্তিশালী বন্ধন। একুশের দিনে আমরা শহিদ মিনারে ছুটে গিয়ে শান্তি ও সমাধান পাই, যা আমাদের মানসিকতাকে শক্তিশালী করে তোলে।
ড. ইউনূস বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করে, যার ফলে বাংলাদেশ দ্রুত গতিতে আবার পুনর্গঠন হতে শুরু করেছে। তার মতে, একুশের শক্তি প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়েছে এবং তরুণরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে।
শেষে, তিনি তরুণদের ক্ষমতা সম্পর্কে মন্তব্য করেন এবং বলেন, তরুণরা বিশ্বকে পালটে দিতে সক্ষম। “এটি একটি সহজ কাজ, এবং যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়তে পারি, আমরা পৃথিবীকে বদলে ফেলতে পারি,” বলেন ড. ইউনূস।