বাংলাদেশে প্রতিবছর এক লাখ মানুষের মধ্যে ৫৩ জন নতুন ক্যানসার রোগী শনাক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি স্বরযন্ত্রের ক্যানসার এবং নারীদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপ বেশি। বর্তমানে ক্যানসারের কারণে দেশে যত মৃত্যু হচ্ছে, তার ১২ শতাংশের পেছনে রয়েছে এই রোগ।
এই তথ্যগুলো জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন থেকে পাওয়া গেছে, যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের গবেষকদের দ্বারা পরিচালিত। এই নিবন্ধন বাংলাদেশে ক্যানসারের প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়ক হবে এবং প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
গবেষণা অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০৬ জন ক্যানসারে আক্রান্ত। এখানে ৩৮ প্রকার ক্যানসারের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে স্তন ক্যানসার এবং স্বরযন্ত্রের ক্যানসার শীর্ষে রয়েছে। তবে একটি উদ্বেগজনক তথ্য হলো, ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৭ শতাংশ চিকিৎসা গ্রহণ করছেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমিত হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ক্যানসারে আক্রান্ত হন প্রায় ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন মানুষ। তবে এই নিবন্ধনের মাধ্যমে দেশে ক্যানসারের প্রকৃত পরিস্থিতি জানা সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে ক্যানসার চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।
বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত করা উচিত, যাতে ক্যানসারের ব্যাপকতা আরও ভালোভাবে বোঝা যায় এবং চিকিৎসার উন্নতি সাধিত হয়।