জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার এক ফেসবুক পোস্টে, হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন, তবে ২০২৪ সালের গণহত্যাকারী পলাতক স্বৈরাচারের প্রতি শাওনের নির্লজ্জ সমর্থন দেখে, তিনি শাওন চরিত্রে একটি মহিলা চরিত্র নিয়ে বহুব্রীহি নাটক নির্মাণ করতেন।
পলাশ আরও বলেন, হুমায়ুন আহমেদ তার জীবদ্দশায় রাজাকার-আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের প্রতি বিরুদ্ধতা ও ঘৃণা প্রকাশ করেছিলেন, এবং এর সাক্ষ্য ছিল তার বিখ্যাত নাটক ‘বহুব্রীহি’র টিয়া পাখির সংলাপে “তুই রাজাকার” বলে।
সম্প্রতি, শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বইমেলায় তৈরি হওয়া “ডাস্টবিন” নিয়ে সমালোচনা করেছিলেন, যার প্রেক্ষিতে পলাশ তার ক্ষোভ প্রকাশ করেছেন।