সুইজারল্যান্ড সরকার বাংলাদেশসহ তিনটি দেশে তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তিনটি দেশ হল বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়া। সুইস সরকার সম্প্রতি তাদের বাজেটে বিদেশী সহায়তার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয়, যার পরিপ্রেক্ষিতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের পর বাংলাদেশের সাথে তাদের দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি স্থগিত করে দেবে।
সুইস পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে আন্তর্জাতিক সহায়তা বাজেটে ১১ কোটি সুইস ফ্রাঁ (১২ কোটি ১০ লাখ ডলার) কাটছাঁট করা হবে এবং একই সময়ে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁও সংরক্ষিত খাত থেকে বাদ পড়বে। এতে প্রভাব পড়বে সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয়, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থার সাথে গৃহীত কর্মসূচির উপর। তবে মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
এই সিদ্ধান্তটি সুইজারল্যান্ডের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বড় ধরনের কাটছাঁটের প্রতিফলন, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে।