চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচিত দুর্বার রাজশাহী। পারিশ্রমিক সংক্রান্ত নানা জটিলতা, বিদেশি খেলোয়াড় সংকট ও স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন—এসব নানা বিতর্কের মধ্যেই দলটি মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করছে।
প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই খেলতে নামতে হয় রাজশাহীকে। এরপর বিদেশি খেলোয়াড় পেলেও পারিশ্রমিক বিতর্কের সমাধান হয়নি। তবে এসব সমস্যা সত্ত্বেও তাসকিন আহমেদের নেতৃত্বে রাজশাহী দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা তিনটি ম্যাচ জিতেছে এবং প্লে-অফের দৌড়ে এগিয়ে রয়েছে।
দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি। তার মতে, দল মাঠের বাইরের বিতর্কের চেয়ে পারফরম্যান্সে অনেক এগিয়ে। তিনি বলেন,
“যদি পারফরম্যান্স ও বাইরের আলোচনাগুলোকে দুটি পাল্লায় রাখা হয়, তাহলে পারফরম্যান্সের পাল্লাই বেশি ভারী হবে। ছেলেরা অসাধারণ খেলছে।”
তিনি আরও যোগ করেন, খেলোয়াড়রা তাদের ১০০ ভাগ নয়, বরং ১২০ ভাগ উজাড় করে দিচ্ছে, যা দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছে।
রাজশাহী ম্যানেজমেন্ট নানা সমস্যার মুখোমুখি হলেও ক্রিকেটারদের লড়াকু মানসিকতা দলকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, বিতর্ক নয়, পারফরম্যান্সই আসল শক্তি।