গুঞ্জন শেষে, নেইমার ও সৌদি ক্লাব আল হিলালের সম্পর্ক শেষ হয়েছে। সোমবার রাতে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে আল হিলাল নিশ্চিত করেছে যে তারা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ছেড়ে দিয়েছে। এর পর, নেইমারের সান্তোসে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। ব্রাজিলিয়ান এই ক্লাবটি আগে জানিয়েছিল যে, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ করে নেইমার শৈশবের ক্লাবে ফিরবেন।
নেইমার এবং আল হিলালের সম্পর্ক ছিল অল্প সময়ে। পিএসজি থেকে গত বছর আগস্টে আল হিলালে যোগ দেওয়া নেইমার সেখানে মোট ১০০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি এবং বার্ষিক ১০৪ মিলিয়ন ডলার বেতন পেয়ে ছিলেন। কিন্তু চোটের কারণে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন খুবই কম। গত দেড় বছরে সাত ম্যাচে মাত্র এক গোল করেছেন তিনি। শেষ পর্যন্ত, চোটের কারণে আল হিলাল তাকে ছেড়ে দিয়েছে।
সান্তোসে যোগ দিতে তিনি খুব শিগগিরই ফিরে আসবেন, যেখানে তার ক্যারিয়ারের প্রথম পেশাদার ফুটবল অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সে। তিনি ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন এবং পরবর্তীতে পিএসজিতে চলে যান। এবার, সান্তোসে ফিরে আসার মাধ্যমে নেইমার তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছেন।