বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হয়েছিল বেশ আশা-আকাঙ্ক্ষার সঙ্গে। তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই বিতর্কের ছায়া দীর্ঘ হচ্ছে। এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন দলের দুই বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জুবাইদ আকবরী।
এক গণমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তারা দাবি করেছেন, শুধু পারিশ্রমিকই নয়, দেশে ফেরার বিমান টিকিটও দেওয়া হচ্ছে না তাদের। বিষয়টি স্বীকার করেছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে তিনি জানিয়েছেন, পারিশ্রমিক খুব শিগগিরই পরিশোধ করা হবে।
এ বিষয়ে সামির কাদের চৌধুরী বলেন, “ওদের সঙ্গে আগেই কথা হয়েছিল যে, টুর্নামেন্ট শেষে পারিশ্রমিক পরিশোধ করা হবে। এখন বলা হচ্ছে, তাদের আটকে রাখা হয়েছে। এটা তো বড় কোনো অঙ্ক নয়, ওরা যাওয়ার সময় নিয়ে যাবে, এমনটাই চুক্তিতে বলা ছিল।”
তবে অভিযোগকারীদের বক্তব্য ভিন্ন। আফগান অলরাউন্ডার জুবাইদ আকবরী বলেন, “প্রতিদিন আজ দেবে, কাল দেবে বলে ঘুরাচ্ছে চিটাগাং কিংস। এমনকি দেশে ফেরার জন্য টিকিটও দিচ্ছে না।” বিপিএলে তিনি এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফি এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পারিশ্রমিক না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের সম্মানের কথা ভেবে এখনো চুপ আছি। তবে যদি টাকা না পাই, দেশ ছাড়ার আগে সব কিছু প্রকাশ করব।”
এদিকে, চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে বিপিএলে যুক্ত হওয়া পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদিও হঠাৎ দেশে ফিরে গেছেন। এতে অনেকে প্রশ্ন তুলেছেন, তার ফিরে যাওয়ার কারণও কি পারিশ্রমিক জটিলতা? যদিও সামির কাদের চৌধুরী জানিয়েছেন, আফ্রিদি বুধবারই ফিরে আসবেন।
বিপিএলে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত বিতর্ক নতুন কিছু নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, যা লিগের সুনাম ক্ষুণ্ন করছে। এবারও সেই একই সমস্যা সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।