এবারের বিপিএল আসর মোটেও স্মরণীয় হলো না সিলেট স্ট্রাইকার্সের জন্য। প্রথমদিকে কিছুটা ছন্দে থাকলেও টুর্নামেন্টের মাঝপথে সেই ছন্দ হারিয়ে ফেলে দলটি। টানা হারের ফলে আগেভাগেই বিদায় নিতে হয় তাদের। এর সঙ্গে দলকে জর্জরিত করে রেখেছিল একের পর এক ইনজুরি সমস্যা। রাজশাহীর বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সেই হতাশা আর ক্ষোভই ঝরে পড়ল সিলেটের অধিনায়ক আরিফুল হকের কণ্ঠে।
আরিফুল বলেন, “এই আসরটা আমাদের জন্য খুবই বাজে গেছে। এমন অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। আজকেও সকালে ওপেনার রনি (তালুকদার) এসে জানাল, তার ঘাড়ে চোট লেগেছে। ধরেই নিতে পারেন, শেষ ম্যাচেও হয়তো কেউ বলবে আমি খেলতে পারব না। এমন এক টিম, যেখানে শুধু ইনজুরির রাজত্ব চলছে। এটা আসলেই হতাশাজনক।”
শুধু ইনজুরি নয়, বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও অসন্তুষ্ট আরিফুল। তিনি বলেন, “রাকিম কর্নওয়াল যদি পুরোটা দিতে পারত, মানসি বা স্টার্লিং সেভাবে খেলতে পারত, তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো। তারা বড় নাম হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমাদের জন্য সেভাবে পারফর্ম করতে পারেনি।”
তবে শেষ ম্যাচ জয়ের ইচ্ছা এখনো ধরে রেখেছেন আরিফুল। তিনি বলেন, “আরেকটা ম্যাচ বাকি আছে। সেটা অন্তত জিততে চাই। একটা জয় হলেও মনে শান্তি আসবে। আমরা পেশাদার ক্রিকেটার। সবাই ভালো খেলার চেষ্টা করি। যদি দিনশেষে ভালো খেলতে পারি, সেটা দলের জন্যই ভালো।”
এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের জন্য এটি ছিল এক হতাশাজনক অধ্যায়। শেষ ম্যাচে দলটি নিজেদের সেরাটা দিয়ে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়তে চায়।