ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। একইসঙ্গে সাত কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘অন্য কোনো উপায় না থাকায় আজকের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সাতটি পয়েন্টে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিন ঢাবি উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার কোনো ক্লাস ও পরীক্ষা হবে না।’
সংঘর্ষের সূত্রপাত ঘটে যখন সাত কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাবির শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, সংঘর্ষে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন করা হয় এবং রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।