ফরিদপুরের একটি হাসপাতালে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ দুটি চাবি সফলভাবে অপসারণ করা হয়েছে। শহরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে চাবি দুটি অপসারণ করেন ডা. নিমাই দাস ও তার দক্ষ চিকিৎসক দল।
রোববার (২৬ জানুয়ারি) সকালে ডা. নিমাই দাস এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এই জটিল চিকিৎসা পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার টিম তাদের পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিশুটির পরিবারের অনুরোধে তার নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত চাবি গিলে ফেলে। ঘটনার পর তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার পর দক্ষ টিমের প্রচেষ্টায় চাবি অপসারণ করা হয়। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
ডা. নিমাই দাস বলেন, ‘‘এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে শরীরের ভেতরে আটকে থাকা বস্তু অপসারণ এখন অনেক সহজ ও নিরাপদ। আমাদের টিম এই ধরনের জটিল চিকিৎসা পদ্ধতিও দক্ষতার সঙ্গে সম্পন্ন করছে।’’
এই সফল অপারেশন হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।