সরকার ও শহীদ আবু সাঈদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তিনি হাজির হন। শুনানিতে আসামিপক্ষ অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করা হয়। পাশাপাশি তার জামিন চাওয়ার আবেদনের শুনানির পর আদালত তাকে জামিন দেন।
এর আগে, গত বছরের ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, তাপসী তাবাসসুম ফেসবুকে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করে একটি পোস্ট দেন। পাশাপাশি তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন এবং সরকার উৎখাতের হুমকি দেন।
তার বিতর্কিত ফেসবুক পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে। পরে আরেকটি পোস্ট ভাইরাল হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেয়া হয়।
ফেসবুক পোস্টে তাপসী লিখেছিলেন, “রিসেট বাটনে ক্লিক করে দেশের অতীত মুছে ফেলা হয়েছে। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে।” তার এ বক্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই ঘটনা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।