ভারতের তিলক ভার্মা তার অসাধারণ ব্যাটিং দক্ষতায় ইংল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন। ভারত যখন প্রায় হারতে বসেছিল, তখন তিলক এক প্রান্ত আগলে রেখে অপরাজিত ৭২ রান করে দলকে ২ উইকেটে জয়ী করেন। এই ইনিংসটি শুধু দলের জয় নিশ্চিত করেনি, বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটানা অপরাজিত থেকে সর্বোচ্চ রান সংগ্রহের বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের বাঁহাতি ব্যাটার তিলক এখন পর্যন্ত ৩১৮ রান করেছেন কোনো ইনিংসে আউট না হয়ে। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দখলে, যিনি ২৭১ রান করেছিলেন। তিলক এর আগে ১৯*, ১২০* এবং ১০৭* রান করেছিলেন।
ম্যাচের শুরুতে ইংল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করে, তবে ভারতের জন্য এটি ছিল এক চ্যালেঞ্জ। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর ভারত ১২৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে তিলক তার দায়িত্ব পালন করে একক প্রচেষ্টায় দলকে জয়ী করে তুলেন।
তিলকের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর, যিনি ১৯ বলে ২৬ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৪৫ রান করেন অধিনায়ক জস বাটলার।
ভারতের বোলিং বিভাগে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন, এবং ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩ উইকেট শিকার করেন। ৫ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।