গত ২৯ আগস্ট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করে ক্রীড়াঙ্গনে সংস্কার প্রস্তাব তৈরি করার জন্য। দুই মাসের মধ্যে এই প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা ছিল, তবে চার মাস পরও কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত এই কমিটি এখনও কার্যক্রমের গতি বাড়াতে পারেনি, যা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের তুলনায় অত্যন্ত ধীর।
আগে ঠিক করা হয়েছিল যে, অক্টোবরে সার্চ কমিটি সংস্কারের প্রস্তাব পেশ করবে, কিন্তু সেই সময়সীমাও আর নির্দিষ্ট হয়নি। বর্তমানে বিভিন্ন ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি গঠন করা হলেও, দ্বিতীয় ধাপে আরও কিছু কমিটি গঠন করা স্থগিত রয়েছে। সার্চ কমিটির সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ও কিছু ফেডারেশনের সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে এই স্থবিরতা সৃষ্টি হয়েছে।
কমিটির প্রধান প্রথমে মিডিয়া ব্রিফিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি। এছাড়া, সরকারি কর্তৃপক্ষ ও সার্চ কমিটির মধ্যে সমন্বয়ের অভাব এবং দীর্ঘসূত্রিতার কারণে ক্রীড়াঙ্গনে সংস্কারের প্রয়োগ নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে।