ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের কাছ থেকে ৭১০ গ্রাম গাঁজা ও ২ হাজার ১৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা করা হয়েছে।
এর আগে, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবলকেও আটক করার খবর পাওয়া গিয়েছিল।
মাদকবিরোধী অভিযানের এই সাফল্যের ফলে রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আরও জোরালো হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে মাদক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তাও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।