গাজীপুরের কোনাবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোনাবাড়ি থানার হরিণাচালা হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) ও একই এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে চঞ্চল সিদ্দিকী (৩৮)।
প্রত্যক্ষদর্শীর জানায়, মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন তারা। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।