বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ বাংলাদেশি যুবক শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে। তবে শরিফুলের বাবা রুহুল আমিন দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি তাঁর ছেলে নন।
রুহুল আমিন জানান, শরিফুল ঝালকাঠির বাসিন্দা এবং একসময় যাত্রী পরিবহনের কাজ করতেন। তিনি আরও বলেন, শরিফুল ফুটবল খেলতেন, তবে কুস্তির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
শরিফুলের আইনজীবী সন্দীপ শেক্ষানে দাবি করেছেন, পুলিশের অভিযোগ সন্দেহজনক এবং অভিযুক্ত সাত বছর ধরে মুম্বাইতে বসবাস করছেন।