রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেডিকেল কর্তৃপক্ষ জানায়, শিমুলকে শারীরিক আঘাতে মৃত্যুর অবস্থায় আনা হয়, তবে শরীরে বড় কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান দাবি করেন, এটি সড়ক দুর্ঘটনা।
তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। মতিহার থানার ওসি জানান, এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ।